ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যে কোনো শর্তে পুতিনের সাক্ষাৎ চান বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেন সংকট নিরসনে যে কোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

তবে, রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে ৩৫ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। জার্মানির মিউনিখ শহরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। 

ইউক্রেনের জ্বালানি ও জলবায়ু সংক্রান্ত খাতে সংস্কারমূলক কর্মকাণ্ডেও সহায়তা করবে বিশ্বব্যাংক। 

এর আগে, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের পূর্ব ইউরোপের দেশটি ছেড়ে আসতে বলেছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি