ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

পাকিস্তানের জয় উদযাপনে বাবার গুলিতে ছেলে ও বন্ধুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৮ সেপ্টেম্বর ২০২২

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নাটকীয় এক জয় পেয়েছে পাকিস্তান। আফগানিস্তানকে শেষ ওভারে ১ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।

ভারত ও আফগানিস্তানকে বিদায় করে উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। পাকিস্তানের ওই জয় উদযাপন করতে গিয়ে পেশোয়ারের মাতনি আদিজায় অন্তত তিনজন নিহত হয়েছেন। তিনজন নারীসহ আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, পাকিস্তান জয় পাওয়ার পর এক বাবা ফাঁকা গুলি ছুড়তে গিয়ে দুর্ঘটনাবসত ছেলে ও ছেলের বন্ধুর গায়ে গুলিয়ে চালিয়ে দেন। পরে তাদের মৃত্যু হয়। একইভাবে ফাঁকা গুলি ছোড়ায় ডালজাক রোড, কোটলা মহসিন খান এরিয়ায় অনেকে আহত হন।

পেশোয়ার পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় অভিযান চালিয়ে তারা ৪১জনকে আটক করেছে। এছাড়া অবৈধ্য অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এই অবৈধ্য অস্ত্র উদ্ধার কার্যক্রম তারা চালু রাখবেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি