ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৮, ১৮ নভেম্বর ২০২২

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সোলাইমানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় একটি বাড়ি সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সুলাইমানিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতদের মরদেহ খুঁজে বের করার জন্য ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলেছে।

উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। যদিও এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলকর্মীরা।

সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিমের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইনা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে মোট ১৫ মরদেহ বের করা হয়েছে।

দিয়ার ইব্রাহিম বলেন, শুক্রবার ভোররাত পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে আর কোনও মরদেহ নেই বলেও নিশ্চিত করেন তিনি।

সেখানের জরুরি প্রতিক্রিয়া প্রধান সামান নাদের বলেন, একটি ট্যাঙ্ক থেকে গ্যাস লিক হওয়ার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ও আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও অন্তত পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে।

এদিকে, শুক্রবার সকালেই সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকার তিন দিনের শোক ঘোষণা করেন। সূত্র- আরব নিউজ।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি