ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রতিবাদে ভারতে কৃষকদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ১২ ডিসেম্বর ২০২৩

ভারতে পেঁয়াজ রপ্তানিতে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন কৃষকরা। পুনে-মুম্বাই মহাসড়কে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন তারা।

এছাড়া মহারাষ্ট্রের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রীর বাসভবনের কাছেও বিক্ষোভ হয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক দল প্রহর জনশক্তি পার্টি।  টাইমস অব ইন্ডিয়া জানায়, বাইসাইকেলে ওই মন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার পুলিশি বাধার মুখে পড়ে কৃষকরা। পরে প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করেন তারা। পরে প্রহর জনশক্তি পার্টির প্রেসিডেন্টের সাথে মন্ত্রী কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পেঁয়াজ কৃষকদের দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালে রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে কেন্দ্র সরকার।  এতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে কৃষকদের।

এসবি/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি