ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

ভারতে ফের কোভিড আতঙ্ক, নজরদারি বাড়ানোর নির্দেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১৯ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১১:১৩, ১৯ ডিসেম্বর ২০২৩

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে ৩৩৫ জন কোভিড -১৯-এ সংক্রমিত হয়েছেন।এর জেরে চিকিৎসাধীন করোনারোগীর সংখ্যাও বাড়ল। কোভিডে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি মৃত্যুই কেরালায়। কেরালাতেই কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ (JN.1) শনাক্ত হয়েছে। অন্য মৃত্যুটি ঘটেছে উত্তর প্রদেশে।

জেলায় জেলায়  RTPCR টেস্টের জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  জিনোম সিকোয়েন্সিংয়ের নমুনাও পাঠাতে হবে নিয়মিত। 

দেশটিতে কোভিডে সংক্রমণ যে শুধু লাফিয়ে-লাফিয়ে বাড়ছে, তাই নয়, ঘটছে কোভিডমৃত্যুও। তবে, শুধু ভারতে নয়, সারা বিশ্বের বহু জায়গাতেই ফিরছে মাস্ক পরার দিন। সিঙ্গাপুরে কোভিড-১৯ সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য বলছে, কোভিড-১৯ য়ে এখনও পর্যন্ত দেশটিতে মারা গিয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৩১৭ জন!  কেস ফ্যাটালিটি রেট হল ১.১৯ শতাংশ। করোনা থেকে মুক্ত হয়েছেন অন্তত সাড়ে চার কোটি মানুষ! এখনও পর্যন্ত ২২০ কোটি কোভিড ডোজ দেওয়া সম্ভব হয়েছে। এই বার কেরালাতেই প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়েছে।

সূত্র: জি নিউজ

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি