ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

গাজায় মানবাধিকার কর্মী মুগরাবিসহ পরিবারের ৭০ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২৪ ডিসেম্বর ২০২৩

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। গেল ২৪ ঘণ্টায় নিহত হয়েছে একই পরিবারের ৭০ জনসহ দুই শতাধিক ফিলিস্তিনি। এদিকে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

শনিবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয় জাতিসংঘের মানবাধিকার কর্মী ইসমাইল আল মুগরাবি, তার স্ত্রী ও ৫ সন্তান। একই হামলায় প্রাণ হারায় মুগরাবির পরিবারের মোট ৭০ সদস্য। 

এ নিয়ে গাজায় প্রাণ হারিয়েছে ১৩০ মানবাধিকার কর্মী। নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ২শ’ ছাড়িয়েছে। 

এদিকে উত্তর গাজার পর এখন দক্ষিণে অগ্রসর হচ্ছে ইসরায়েলি স্থলবাহিনী। এরইমধ্যে ওই এলাকা থেকে দেড় লাখেরও বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। 

গেল এক সপ্তাহে ২শ’ হামাস যোদ্ধাকে গ্রেফতারের দাবি করেছে ইসরায়েল। 

এদিকে গাজায় চলমান অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলাপে লেবানন সীমান্তে হিজবুল্লাহ গোষ্ঠির ওপর হামলা বন্ধের আহ্বান জানান বাইডেন। 

তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা বলেননি দুই নেতা। 

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি