ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

কলারাডোয় বন্দুকধারীর হামলায় পুলিশ নিহত, আহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১ জানুয়ারি ২০১৮

যুক্তরাষ্ট্রের কলারাডোয় বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য নিহত এবং আরও অন্তত চার জন আহত হয়েছেন। দক্ষিণ ডেনভারের হাইল্যান্ডস রেঞ্চে একটি অ্যাপার্টমেন্টে ওই গুলির ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বন্দুকধারী প্রতিবেশি দু’জন ব্যাক্তিও গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর পুলিশ বন্দুকধারীকে ঘিরে ফেলে। এসময় সে গুলি করে। পরবর্তীতে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন। এসময় আশপাশের এলাকায় রেইড দেয় পুলিশ এবং সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে আহবান জানায়।

অভিযানের পর সংবাদ সম্মেলনে ডগলাস কান্ট্রির শেরিফ টনি স্পারলুক নিশ্চিত করেছেন যে, বন্দুকধারীর গুলিতে নিহত কর্মকর্তার নাম জাকারি প্যারিস। ২৯ বছর বয়স্ক ওই পুলিশ কর্মকর্তা বিবাহিত ও দুই সন্তানের জনক।

টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।

সূত্র : বিবিসি।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি