ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

তুরস্কে বন্ধ মার্কিন দূতাবাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিরাপত্তার কারণ দেখিয়ে তুরস্কের রাজধানী আঙ্কারাতে নিজেদের দূতাবাস সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য জনসাধারণকে দেওয়া সব ধরণের সুযোগ সুবিধা স্থগিত করেছে দূতাবাসটি। তবে দূতাবাস বন্ধ হলেও জরুরি কার্যক্রম পরিচালনা করবে তারা।

এদিকে তুরস্কে বসবাসরত মার্কিন নাগরিকদের ঝড়ো হতে নিষেধ করেছে দূতাবাসটি। তুরস্কের বিভিন্ন জনাকীর্ণ জায়গায় মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে ভ্রমণ করার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া তাদেরকেও দূতাবাস এলাকায় না আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কি কারণে দূতাবাসের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি দেশটি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে আঙ্কারায় বসবাসরত মার্কিন নাগরিক ও দূতাবাসে হামলার আশঙ্কা করে সতর্কতা জারির পরই দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। আজ সোমবার থেকে ভিসা, সাক্ষাৎকারসহ সব ধরণের সেবাকার্যক্রম বন্ধ করে দিয়েছে দূতাবাসটি।

তবে কখন এ দূতাবাস খুলবে সে বিষয়ে আগাম কিছু জানায়নি দেশটি।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি