ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

ল্যাপটপ চালানো শিখতে না পারলে মন্ত্রীত্ব থেকে বরখাস্থ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১ জুন ২০১৮

ল্যাপটপ চালানো শেখার জন্য মন্ত্রীদের ৬ মাস সময় বেঁধে দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি । নির্ধারিত সময়ের মধ্যে কোনো মন্ত্রী ল্যাপটপ চালানো শিখতে ব্যর্থ হলে, তাকে মন্ত্রীসভা থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জানা গেছে, নেপালের জাতীয় শিক্ষকদের সংগঠনের ১২তম সাধারণ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী পরিষদের কেউ যদি ল্যাপটপ চালাতে না পারে, তাহলে তাকে বহিষ্কার করা হবে। মন্ত্রী আরও বলেন, ‘আমি ইতোমধ্যে মন্ত্রী পরিষদের বৈঠকে বলেছি, আমি ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী দফতরকে কাগজবিহীন করব। বৈঠকের প্রোগ্রাম ও আলোচ্যসূচি ল্যাপটপ ব্যবহার করে ঠিক করা হবে। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে ল্যাপটপ চালানো শিখতে সহকারীদের কাছ থেকে সহযোগিতা নেয়ারও পরামর্শ দেন তিনি।’

তিনি বলেন, ৬ মাসের মধ্যে কেউ ল্যাপটপ চালানো শিখতে না পারলে, আমরা তাকে বিদায় জানাব। এ সময় তাকে একটা ল্যাপটপ দেব, যাতে করে সে পরবর্তী মেয়াদের জন্য ল্যাপটপ চালানো শিখতে পারে। তিনি আরও বলেন, আমার সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নেপালকে তথ্যপ্রযুক্তি বান্ধব দেশে পরিণত করা।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি