ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৭ অক্টোবর ২০১৯

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে মার্কিন অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা সিএনএন রোববার (২৭ অক্টোবর) এ খবর জানিয়েছে।

সিএনএন বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র দেয়া তথ্য অনুযায়ী শনিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষা চালানো হয়।  

তবে, আইএস নেতা নিহতের খবর গণমাধ্যমে প্রকাশের আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এক টুইট বার্তায় বাগদাদি নিহত হওয়ার ইঙ্গিত দেন। বলেন, এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে। শিগগিরই তিনি এ ব্যাপারে সকলকে জানাবেন।

মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছে, অভিযান চালানোর সময় আইএস নেতার শরীরে বিস্ফোরক ভর্তি বেল্ট বাধা ছিল। ধারণা করা হচ্ছে, মার্কিন সেনারা তাকে ঘিরে ফেললে সেটি বিস্ফোরণের মাধ্যমে আত্মহত্যা করেন বাগদাদি।

এ ব্যাপারে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, রোববার সকাল ৯টায় গুরুত্বপূর্ণ এক ঘোষণা দিবেন ট্রাম্প। তার এ ঘোষণা বৈদেশিক নীতি সম্পর্কিত হবে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা।

তবে, মার্কিন প্রতিরক্ষা সদরদফতর আইএস প্রধান বাগদাদির নিহতের খবরে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে আত্মগোপনে ছিলেন ইসলমিক স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদি। তিনিই এখন সন্ত্রাসী গোষ্ঠীটির মূল হোতা।

চলতি বছরের এপ্রিলে আইএসের গণমাধ্যম শাখা আল ফুরকান একটি ভিডিও প্রকাশ করেছিল। যেখানে তাদের নেতা বাগদাদিকেও দেখা যায়। পাঁচ বছর পর প্রকাশ হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ইরাকের মসুলে অবস্থিত একটি মসজিদে বক্তব্য দিচ্ছিলেন তিনি।    
আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি