ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ২ মার্কিন সৈন্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১২, ২১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন সৈন্য নিহত হয়েছেন। আজ বুধবার মার্কিন বাহিনী এ খবর জানিয়ে একে নিছক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তবে তালেবানরা হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্তের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে, এটি শত্রু হামলায় বিধ্বস্ত হয়নি বলেই প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে।

হেলিকপ্টারটি কোথায় বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। এদিকে তালেবান দাবি করেছে, তারা স্থানীয় সময় রাত একটা নাগাদ লগার প্রদেশের শারাখ জেলায় একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

উল্লেখ্য, আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন আগ্রাসনের ১৮ বছর পরও সেখানে ১৩ হাজার আমেরিকান সৈন্য মোতায়েন রয়েছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি