ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই মিং।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) হেলিকপ্টারটি জরুরি অবতরণ করার পরে বিধ্বস্ত হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন জানায়, হেলিকপ্টারটিতে সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সেনাদের সঙ্গে সাক্ষাতের নিয়মিত সফরে থাকার সময় এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত সামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা আগামী তিনদিন বন্ধ রাখার কথা জানিয়েছে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয়।

বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভুত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।
সূত্র : আল-জাজিরা
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি