ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

পাকিস্তানকে পানি দিয়ে শায়েস্তা করার পরিকল্পনা ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ৩ মার্চ ২০২০ | আপডেট: ১৬:৫৮, ৩ মার্চ ২০২০

ইরাবতী নদীর প্রবাহ

ইরাবতী নদীর প্রবাহ

Ekushey Television Ltd.

যুগ যুগ ধরে চলে আসা ভারত-পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীর পানি প্রত্যাহারের পরিকল্পনা চূড়ান্ত করেছে নয়াদিল্লি।  

আজ মঙ্গলবার বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, চলতি বছরের ডিসেম্বর থেকে পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করার এ পরিকল্পনা কার্যকর করা হবে।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত সিন্ধু পানি চুক্তির আওতায় অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। এতে সিন্ধু ও তার উপনদীগুলোর পানি বণ্টনের নীতি নির্ধারিত হয়। এ অনুযায়ী ভারত বিতস্তা, ইরাবতী এবং শতদ্রু নদীর পানির হিস্যা পাকিস্তানকে দিয়েছে।

২০১৬ সালে উরি হামলাকে কেন্দ্র করে করে ভারত নিজ পানি প্রকল্পগুলো ত্বরান্বিত করার এবং অভিন্ন নদীর পানি থেকে পাকিস্তানকে না দেয়ার পরিকল্পনা করে। গত বছর পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর দেশ দু’টির সম্পর্কের চরম অবনতি ঘটে। এ সময়ে ভারত অভিন্ন নদী থেকে পানি সরিয়ে নেয়ার তৎপরতা জোরদার হয়।

ইরাবতীর দুই উপনদী ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মিরের কাথুয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এ দুই নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয়ার পরিকল্পনা দিল্লি সরকার চূড়ান্ত করেছে বলে খবর দিয়েছে ভারতীয় কোনও কোনও সংবাদ মাধ্যম।

এ জন্য প্রয়োজনীয় কারিগরি প্রতিবেদন এরই মধ্যে তৈরি করা হয়েছে। বর্তমানে এটি ভারতীয় কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত বছর ভারতের পরিবহন এবং পানি সম্পদমন্ত্রী নিতিন গাদকারি বলেছিলেন, ভারতের অব্যবহৃত পানি প্রবাহ পাকিস্তানে যাওয়া ঠেকাতে উত্তরখণ্ডে তিন বাধ নির্মাণের পরিকল্পনা করেছে দিল্লি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি