ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বিচার বিভাগকে আরও গতিশীল করার আহ্বান প্রধান বিচারপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৯ এপ্রিল ২০২৩

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোন একটি অঙ্গ যদি দুর্বল হলে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, আইনের শাসন ও জনগণ। বিচার বিভাগকে আরও গতিশীল করার কথা জানান তিনি। 

আজ রোববার বেলা ১২টায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতিতে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্র প্রধান বিচারপতি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক জাহিদ বেপারী এসময় বক্তব্য রাখেন।

এরআগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। 

এসময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি