ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ১৮ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মোট ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। এর মধ্যে ফতুল্লা থানার ৪টি হত্যা মামলা এবং সদর থানার পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা অন্তর্ভুক্ত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলার শুনানি হয়। পাশাপাশি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আক্তার মনির আদালতে হত্যা মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইভী।

আদালতে সাবেক মেয়র আইভীর অনুপস্থিতিতে এসব মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান—যে পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, এর কোনোটিতেই ডা. আইভীর নাম নেই। তিনি অভিযোগ করেন, আইভীর জামিন প্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যে এসব মামলা নতুন করে সাজানো হয়েছে। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এর আগে গত ৯ মে নিজ বাসভবন থেকে ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েও পরবর্তীতে সেই জামিন স্থগিত করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি আছেন।
 
এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি