কারাবন্দী অবস্থায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন
প্রকাশিত : ২২:১৯, ১৮ নভেম্বর ২০২৫
বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন কারাবন্দী অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্বজনরা জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা খবর পান মুরাদ হোসেন মারা গেছেন। তিনি অসুস্থ হলেও এরকম মৃত্যুকে রহজ্যনক বলে মন্তব্য করেছেন তার স্বজনরা।
এদিকে, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ১ এর জেল সুপার জানান, বন্দী মুরাদ হোসেন কিডনিসহ নানা ধরনের রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিকভাবে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর তাজউদ্দীন হাসপাতালে নেওয়া হয়।
সেখান অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা করা হয়। পথিমধ্যে অ্যাম্বুলেন্সের চাকায় সমস্যা হয় বলে দাবী করেন এই জেল সুপার। সেখানে বেশকিছু সময় নষ্ট হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে জানান জেল সুপার মামুন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এমআর//
আরও পড়ুন










