ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কারাগারে আসামির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৯, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হোসেন ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার মৃত আমির হোসেনের ছেলে। আজ শনিবার দুপুরে কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতরাতে জাহিদ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জাহিদ হোসেন এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ২০০৯ সালের ১৭ অক্টোবর থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি