ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

‘আমদানি ওয়ার্ডে’ ৪০ জন বন্দির সঙ্গে মইনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৪ অক্টোবর ২০১৮

তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের কারাগারে নেওয়ার পর রাখা হয়েছে সাধারণ ওয়ার্ডে। ‘আমদানি ওয়ার্ড’ নামে পরিচিত ওই ওয়ার্ডে মইনুলের সঙ্গে আরও ৪০ জন বন্দি আছেন। সেখানে নেই কোনো খাট, অথবা চেয়ারের ব্যবস্থা।

কোনো বন্দিকে আনার পরপরই ‘আমদানি ওয়ার্ডে’ নেওয়া হয়। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী তার স্থান ঠিক হয়।

কারা কর্মকর্তারা জানিয়েছেন, ‘ব্যরিস্টার মইনুলের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা না থাকায় তাকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছে।’

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরে করা একটি মানহানির মামলায়  সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাকমণ্ডলীর সভাপতি মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারবিরোধী জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় মইনুলকে গ্রেপ্তার করা হয় ফ্রন্টনেতা আ স ম রবের বাড়ি থেকে।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি