ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

জাবিতে আবাসিক হলে মদ উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীকে বহিষ্কার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মো. ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, হল প্রশাসনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশ-২০০৮ এর ৪(১)(গ) ধারা অনুযায়ী তাকে এ শাস্তি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, রোববার (৪ জানুয়ারি) হল প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ সময় সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদকে আটক করা হয়।

ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও তিনি ওই কক্ষে অবস্থান করছিলেন। পরে হল প্রশাসন তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়।

হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীটি স্বীকার করেছেন যে তিনি জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে মদ সংগ্রহ করেছিলেন এবং থার্টি-ফার্স্ট নাইটে সেবনের উদ্দেশ্যে তা হলে রেখেছিলেন। এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি