ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

হাই কোর্টে ১১ অতিরিক্ত বিচারপতি নিয়োগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ৩১ জুলাই ২০২২ | আপডেট: ১৫:৩৬, ৩১ জুলাই ২০২২

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রোববার (৩১ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ জারি করেছে আইন মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে। 

নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতিরা হলেন-
১. মো. শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ (পি. আর. এল. ভোগরত)।
২. মো. আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ, কুমিল্লা ।
৩. বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
৪. মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
৫. জনাব মো. আলী রেজা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।
৬. মো. বজলুর রহমান, রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।
৭. কে, এম, ইমরুল কায়েশ, মহানগর দায়রা জজ, ঢাকা।
৮. ফাহমিদা কাদের, জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল ।
৯. মো. বশির উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
১০. এস, এম, মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
১১. এ, কে, এম, রবিউল হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এদিকে নতুন এই ১১ জন বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জ প্রস্তুত করা হয়েছে, সারিবদ্ধ করে রাখা হয়েছে ১১টি চেয়ার।

এখানে প্রধান বিচারপতি নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি