ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কাব্যগ্রন্থ ’মন হারাবে যখন’ এর মোড়ক উম্মোচন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২২

অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশিত হলো বর্তমান সময়ের কবি ও গীতিকার তানবীর সাজিব এর প্রথম কাব্যগ্রন্থ - "মন হারাবে যখন"। স্বপ্নময় জীবন; সেই জীবনের পদ্যময় গদ্যে তিনি খুঁজে ফিরেছেন ভালোবাসা, আর সম্পর্কের বিবিধ দৃশ্যপট। ৫২টি কবিতার এই বইটি প্রকাশ করেছে "আজব প্রকাশ"। বইমেলার ১২৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারিতে ও বইটি পাওয়া যাচ্ছে। 

বইটির লেখক সাজিব দেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরে একজন সফল বিজনেস প্রফেশনাল হিসেবে কাজ করছেন দুই দশকেরও বেশি সময় ধরে। ২০১০ সালে যাত্রা শুরু করেন গীতিকবি হিসেবে। 

একই সাথে "মন হারাবে যখন" - শীর্ষক ফাগুনের গান প্রকাশিত হল 'আজব রেকর্ডস' থেকে। "মন হারাবে যখন" কাব্যগ্রন্থের টাইটেল কবিতার উপর গানটি নির্মিত। 

প্রখ্যাত সংগীতশিল্পী জয় শাহরিয়ার গানটি গেয়েছেন তারই সুরে। ফেসবুক, ইউটিউবে লিরিক্যাল মিউজিক ভিডিওটি পাওয়া যাচ্ছে। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি