ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

কবিতা, তুমি কেমন আছো?

প্রকাশিত : ১৪:৪০, ৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

আমি ক্লান্ত।

তবে

আমি ভালো আছি।

 

ক্রমাগত হেঁটে যাচ্ছি।

কারণ

আমিও ‘ক্লান্তপ্রাণ এক’।

 

এখন

সময়টা আমার

কথা না বলার।

নিজের সাথেও না।

না এবং না।

 

কারণ

আমি ক্লান্ত।

থমথমা দুপুরে

একাকী শালিক।

 

এখন

আমার ক্রনিক অনিদ্রা

আমারই অতল সুপ্তি।

 

কারণ

আমারে আমিই

করি অপচয়।

আদি এবং অন্তে।

বিষাদ-বিচ্ছেদ-আনন্দে।

 

এখন

আমারই অ-সুখগুলো

তৃপ্ত দাহে জল টলটল।

 

কারণ

আমি ভালো নেই।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি