বিআরটিএ’র আইন না মানলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন সাঈদ খোকন
প্রকাশিত : ১৯:১৭, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১৭, ৫ মার্চ ২০১৭
যত শক্তিশালীই হোক বিআরটিএ’র আইন না মানলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় মেয়াদ উত্তীর্ণ বাস, লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে পরিচালিত অভিযান শেষে এ কথা বলেন তিনি। পরিবহন সেক্টরে শৃংখলা না আসা পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান মেয়র। ২০ বছরের পুরনো বাস চালানো, ড্রাইভিং লাইসেন্স ও ভাড়ার তালিকা না রাখা সহ নানা অনিয়মের অভিযোগে এসময় বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আরও পড়ুন