ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বিআরটিএ’র আইন না মানলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারি দিয়েছেন সাঈদ খোকন

প্রকাশিত : ১৯:১৮, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:১৮, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বিভিন্ন সময়ে আরও ৬টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, আনসার আল ইসলামের কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলা পরিপন্থী। এরিমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে। আল কায়েদার বাংলাদেশ শাখা দাবি করে ব্লগার হত্যার দায় স্বীকারকারী আনসার আল ইসলাম, ২০১৫ সালের ২৫ মে নিষিদ্ধ হওয়া আনসারউল্লাহ বাংলাটিমের নতুন নাম। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ১০ এপ্রিল পর্যন্ত ৯ জন ব্লগার, প্রকাশক, ছাত্র-শিক্ষক ও অধিকার কর্মী হত্যার দায় স্বীকার করেছে সংগঠনটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি