ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

৩ উপজেলায় নির্বাচন ও ১৩ উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামীকাল

প্রকাশিত : ১৯:২০, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:২০, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

দেশের নতুন ৩ উপজেলায় নির্বাচন ও ১৩ উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন কাল। এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। রোববার সকালে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে, ব্যালটবাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবিসহ পুলিশ, র‌্যাব ও আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবে। মোট ১৫ উপজেলায় উপ-নির্বাচনের কথা থাকলেও ঝালকাঠির কাঠালিয়া ও কুড়িগ্রাম সদর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রথম উপজেলা নির্বাচন হবে সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ি গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুরে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি