ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটকে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯:৩৬, ৫ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটকে সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রোগীদের জিম্মি করে এমন কর্মসূচি দুঃখজনক। সারাদেশে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে ভোগান্তি বেড়েছে রোগীদের। এদিকে, ইন্টার্নদের ধর্মঘটে সংহতি জানিয়ে কাল সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছেন চিকিৎসকেরা। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্নকে ছয়মাস সাময়িক বরখাস্তের প্রতিবাদে, দেশের মেডিকেল কলেজগুলোতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ধর্মঘটে, চট্টগ্রাম বগুড়া, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর স্বাভাবিক স্বাস্থ্যসেবা বিঘিœত হচ্ছে। জরুরী বিভাগগুলোতে নামে মাত্র সেবাদান চালু থাকলেও ইন্টার্নরা না থাকায় চাপ বেড়েছে কর্তব্যরত চিকিৎসকদের। আর ভোগান্তি বেড়েছে রোগীদের। এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কিডনি ডায়ালাইসিস সেবা কার্যক্রম পরিদর্শন করে, স্বাস্থ্যমন্ত্রী ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, সংবাদ সম্মেলন করে, ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার সারাদেশে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধনের ডাক দেয় চিকিৎসকরা। আর ইন্টার্ন চিকিসৎকদের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীর শহদি মিনারে অবস্থান ধর্মঘট পালন করে ঢাকা মেডিকেলের ইন্টার্নী চিকিৎসকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি