ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে, পাট দিবস ৬ মার্চ

প্রকাশিত : ১০:১৮, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১০:১৮, ৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সোনালি আঁশ পাটের হারানো সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। পাট চাষী, শ্রমিক ও উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং কার্যক্রমের সমন্বয় বাড়াতে প্রথমবারের মত ৬ মার্চ পালিত হচ্ছে পাট দিবস। চলতি মৌসুমে পাট রপ্তানীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ২ বিলিয়ন টন। সোনালি আঁশ পাট, এক সময় ছিলো বাংলাদেশের প্রধান অর্থকরি ফসল। তবে, পাটকল মালিকদের অদক্ষতা, সঠিক ব্যবস্থাপনার অভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সম্ভাবনাময় এই শিল্প হারিয়েছে তার গৌরব। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। শুরু হয়েছে পাটপণ্যের বহুমুখী ব্যবহার। বর্তমানে ১৩৫টি পাটজাত পণ্য উৎপাদন ও রপ্তানী করা হচ্ছে। এরিমধ্যে পাটের জিনের রহস্য উদঘাটনের সুফল ভোগ করছেন চাষীরা। পাট শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানামুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তারা। আর পাট চাষে উদ্বুদ্ধ করতে তহবিল গঠন করা হয়েছে বলে জানালেন মন্ত্রী। পাট প্রতিমন্ত্রী বললেন, বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য আমদানির ওপর ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক বাতিলের চেষ্টা চলছে। পাটের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণসহ আবাদ বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি