ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

বাসাবো-মাদারটেক হয়ে নন্দীপাড়া যাওয়ার ৮০ ফুট চওড়া রাস্তা দখলদারদের কব্জায়

প্রকাশিত : ১০:২৪, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:১৫, ৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাস্তা দখল করে গড়ে উঠেছে বাড়ি, রাস্তা জুড়ে গাড়ি আর দোকান। সরু সড়কে কোনমতে চলে যানবাহন আর মানুষ। দিনে দিনে এভাবেই দখল হয়েছে রাজধানীর বাসাবো-মাদারটেক হয়ে নন্দীপাড়া যাওয়ার ৮০ ফুট চওড়া রাস্তা। ভুক্তভোগীদের অভিযোগ, এই এলাকার বাসিন্দাদের জনজীবন অচল হতে বসেছে সরু রাস্তার কারণে। বিশ্বরোড-বাসাবো থেকে নন্দীপাড়া ব্রিজ হয়ে এ’ রাস্তা গেছে শীতলক্ষ্যার পাড় পর্যন্ত। রাজউকের মাস্টারপ্ল্যানে রাস্তাটি চওড়া ৮০ ফুটের মতো। কিন্তু বাস্তবে রয়েছে ২০ থেকে ২৫ ফুট। বাকি সবটুকুই গেছে দখলদারদের কব্জায়। সারাক্ষণ ভারি যানবাহন, রিক্সা আর ইজিবাইকের ব্যস্ত চলাচলে পায়ে হাঁটার জায়গাটুকুও পাননা এলাকাবাসী। সরু এই রাস্তার উপরই বসে হাট-বাজার, রয়েছে দোকান-পাটও। রাস্তার জায়গা দখল করেই বানানো হয়েছে বাড়ী। এখনও অনেকে রাস্তার জায়গায় ভবন নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন। রাস্তার পিচ উঠে যাওয়ায় ছোট-বড় গর্তে ভরপুর। বেহাল এই অবস্থার মধ্য দিয়েই সারাক্ষণ অশান্তির চলাচল লাখো মানুষের। এলাকার কাউন্সিলর বললেন, মাস্টারপ্ল্যান অনুযায়ি রাস্তা চওড়া করা হবে। ড্রেন ও ফুটপাতসহ অবিলম্বে মূল নকশার রাস্তা ফিরিয়ে দেয়ার দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি