জয় পেয়েছে বিলবাও ও লাস পালমাস
প্রকাশিত : ১০:০২, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০২, ৬ মার্চ ২০১৭
স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বিলবাও ও লাস পালমাস। বিলবাও ১-০ গোলে মালাগাকে এবং পালমাস ৫-২ গোলে হগারিয়েছে ওসাসুনাকে।
একাধিক সুযোগ পেলেও বিলবাও-মালাগা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির পর আক্রমণের মাত্রা বাড়ায় দু’দলই। ৭২ মিনিটে রাউল গার্সিয়ার গোলে এগিয়ে যায় বিলবাও। বাকি সময়ে আর কোন গোল না হলে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এ জয়ে ২৬ খেলা থেকে ৪১ পয়েন্ট সংগ্রহ অ্যাটলেটিকো বিলবাও’র। আর সমান খেলায় ২৬ পয়েন্ট মালাগার।
আরও পড়ুন