ওবামার বিরুদ্ধে ট্রাম্পের ফোনে আড়ি পাতার অভিযোগ নাকচ
প্রকাশিত : ১০:০২, ৬ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০২, ৬ মার্চ ২০১৭
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়ি পাতার অভিযোগ নাকচ করে দিলেন এফবিআই প্রধান জেমস কমি।
ফোনে আড়িপাতার তদন্ত চেয়ে হোয়াইট হাউস দাবি করেছিল, নির্বাচনী প্রচারণার সময় ওবামা প্রশাসন ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্পের নিউ ইয়র্ক কার্যালয়ের ফোনে আড়িপাতে। ওবামা কখনও কোন মার্কিন নাগরিকের ওপর নজরদারির নির্দেশ দেননি বলেও জানিয়েছেন সাবেক প্রেসিডেন্টর মুখপাত্র। এদিকে, যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি শহরে ট্রাম্প সমর্থকদের সাথে বিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন