ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

গেটাফের বিপক্ষে মাঠে নামছে শক্তিশালী বার্সেলোনা

প্রকাশিত : ১২:৫৬, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫৬, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকা গেটাফের বিপক্ষে মাঠে নামছে শক্তিশালী বার্সেলোনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায়। লা লিগায় ঘরের মাঠে টানা ২১ ম্যাচে অপরাজিত থেকে অদম্য গতিতে এগিয়ে চলছে বার্সেলোনা। চলতি মৌসুমে তিনটি ড্র ও ২টি হার নিয়ে বার্সার পয়েন্ট ৭২। ২৮ ম্যাচে ২৩ জয়ে টেবিলের শীর্ষে আছে কাতালানরা। আর সমান ম্যাচে ৭ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে গেটাফের অবস্থান ১৬ নম্বরে। লিগে প্রতিপক্ষের মাঠে খেলা সর্বশেষ ১৭ ম্যাচে মাত্র একটিতে জয়ের মুখ দেখেছে তারা। এগিকে, এক ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি