ঢাকা, সোমবার   ০১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি শর্টফিল্ম ‘লোক’ যাচ্ছে আমেরিকার ফ্যান্টাস্টিক ফেস্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গত বছরের এই সময়টায় কিছু তরুণ নেমেছিল গল্প তৈরির চ্যালেঞ্জে। ছোট বাজেট, সীমিত পরিসর আর বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে তৈরি করেছিল ১০টি শর্টফিল্ম। নিজেদের নাম দিয়েছিল ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস (FNF)। সেই যাত্রার অন্যতম সৃষ্টি শর্টফিল্ম ‘লোক’।

এক বছর পর সেই ‘লোক’-এর জন্য এলো আন্তর্জাতিক স্বীকৃতি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল-এর ফ্ল্যাগশিপ বিভাগ ফ্যান্টাস্টিক শর্টস-এ নির্বাচিত হয়েছে সিনেমাটি।

পরিচালক মাহমুদা সুলতানা রীমা বলেন, “লোক একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো আমার নির্মাণ যাচ্ছে, এ স্বীকৃতি পুরো টিমের জন্য অনুপ্রেরণা।”

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জনরা ফিল্ম উৎসব ফ্যান্টাস্টিক ফেস্ট মূলত হরর, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য বিশ্বজুড়ে পরিচিত। আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এর ২০তম আসর। এর আগে Smile, John Wick, Zombieland ও There Will Be Blood–এর মতো সিনেমা এখানেই প্রথম প্রদর্শিত হয়েছিল।

‘লোক’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, “লোক আমার জীবনের অন্যতম বিশেষ কাজ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সিনেমাটি নির্বাচিত হওয়ায় আমরা যেমন আনন্দিত, তেমনি গর্বিতও।”

অভিনয়ে আরও ছিলেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক ও সৈকত।

স্ক্রিনপ্লে রাইটার ও FNF মুখপাত্র শেখ কোরাশানী জানান, “আমরা কখনো ভাবিনি এই স্বপ্নের প্রজেক্টটা একদিন বিশ্ব উৎসবে জায়গা পাবে। এর আগে ‘সোলমেট’ রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছিল। এবার ‘লোক’ যাচ্ছে আমেরিকার ফ্যান্টাস্টিক ফেস্টে। এ অর্জন আমাদের পরবর্তী কাজের প্রেরণা।”

সাভারের একটি এলাকায় শ্যুট করা ‘লোক’-এর এক্সিকিউটিভ প্রডিউসার ও এডিটর কনক খন্দকার, সিনেমাটোগ্রাফার রাফি উদ্দিন, মিউজিক কম্পোজ করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম করেছেন নাবিলা ইলিয়াছ তারিন এবং আর্ট ডিরেকশনে ছিলেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।

বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের এই সাফল্য আবারও প্রমাণ করছে—ছোট দল, সীমিত সম্পদ থাকলেও সৃজনশীলতা আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিতে পারে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি