ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আসন্ন নির্বাচনে সভাপতি কাজী সালাহউদ্দীনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা

প্রকাশিত : ১৯:৩২, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৩২, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

bfpফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে সভাপতি কাজী সালাহউদ্দীনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠকরা। শনিবার রাজধানীর এক হোটেলে ফুটবল বাঁচাও নামে এক অনুষ্ঠান এ আহবান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, গোলাম সারওয়ার টিপুসহ আরো অনেকে। তাদের দাবি গেল আট বছরে কাজী সালাহউদ্দীন ও তাঁর কমিটি ফুটবলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। অনিয়ম ও দুর্নীতিতে ছেয়ে গেছে বাফুফে বলে অনুষ্ঠানে সবাই মত প্রকাশ করেন। এছাড়া, অনুষ্ঠানে শেখ জামাল সভাপতি মনজুর কাদেরকে বাফুফে আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহবান জানান  উপস্থিত সাবেক ফুটবলাররা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি