ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

৮ আগস্টে ফিরবে সৌদিতে আটকে পড়া বাংলাদেশিরা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৮ আগস্ট (শনিবার) ফ্লাইটটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। 

সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কেউ ছুটি নিয়ে চাইলেও এই ফ্লাইটে দেশে আসতে পারবেন। সোমবার (০৩ আগস্ট) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, আগামী ৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

রিয়াদ থেকে বাংলাদেশে যেতে ইচ্ছুকরা দূতাবাসের রেজিস্ট্রেশন ছাড়াই সরাসরি বিমান অফিস থেকে টিকিট কিনতে পারবেন। বিমানের মোট আসন সংখ্যা ৪১৯। 

বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখি যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করেছে ইকোনমি ক্লাস ১৯০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ২৮০০ সৌদি রিয়াল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি