ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

নুরুল কবির রোটারি গভর্নর নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ৬ জুন ২০২১ | আপডেট: ২০:২৩, ৬ জুন ২০২১

টিআইএম নুরুল কবির

টিআইএম নুরুল কবির

টিআইএম নুরুল কবির ২০২৩-২৪ বর্ষের জন্য রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ৩২৮১ এর জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন। কবির ২০২১-২৩ বর্ষের জন্য রোটারি হিস্ট্রি ফেলোশিপের নির্বাচিত গ্লোবাল প্রেসিডেন্ট।

রবিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নুরুল কবির রোটারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন গ্লোবাল গ্রান্ট প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দি রোটারি ফাউন্ডেশন এর টেকনিকাল এডভাইজার। নুরুল কবির ৩৭ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। 

তিনি এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) এর সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক এবং পলিসি এডভাইজার।

কবির ঢাকা চেম্বার এবং বেসিক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি অনেক আন্তর্জাতিক সভা এবং সংলাপেও বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি