ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আজ আবার বসছে সংসদের বাজেট অধিবেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২৮ জুন ২০২১

Ekushey Television Ltd.

দীর্ঘ ৯ দিন মুলতবির পর আজ সোমবার সকাল ১১টায় আবার বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন। 

গত ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন।

গত ২ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন। এছাড়া ওই দিন তিনি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৭ জুন সম্পূরক বাজেট পাস করা হয়।

আজকের বৈঠকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ আলোচনা গত ১৪ জুন শুরু হয়। আগামী ৩০ জুন এ বাজেট পাস করা হবে। এর আগে ২৯ জুন অর্থ বিল, ২০২১ পাস করার কথা রয়েছে। 
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি