ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

হেফাজত মহাসচিব জিহাদী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১২:৪৯, ২৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী মারা গেছেন। সোমবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নুরুল ইসলাম জিহাদীর ছেলে খালেদ বিন নূর।

এর আগে শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম জিহাদী। তখন তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

নুরুল ইসলাম জিহাদীর পুত্র মোর্শেদ বিন নূর জানিয়েছিলেন, হেফাজতের শনিবারের ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমতো ঘুমাতে পারেননি। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি