ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

ইতিহাসের সাক্ষী আম্রকানন (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১৩:০১, ২১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে গঠন করা হয় মুজিবনগর সরকার। প্রবাসী নয়, বাংলাদেশের মাটিতে প্রথম এবং স্থায়ী সরকার গঠিত হয়েছিলো আম্রকাননে, বলছেন বৈদ্যনাতলায় গঠিত সরকারের সমন্বয়ক ডক্টর তেফিক ই- ইলাহী চৌধুরী। 

১৯৭১ এ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পর বাঙালি জাতি পকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেমে পড়ে।

পুরো দেশে পাকিস্তানি বাহিনী ঢুকে পড়ে। আক্রমণ চালায় নিরীহ মানুষের উপর।

এপ্রিল মাসে পাকিস্তান সেনা বাহিনীকে পরাস্ত করে কুষ্টিয়ায় বিজয় পায় মুক্তিযোদ্ধারা। এরপর ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়।

মেহেরপুরের বৈদ্যনাথতলায় এক আমবাগানে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ তাজউদ্দিনকে  প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। শপথ বাক্য পাঠ করান ইউসুফ আলী।

মুজিব নগর সরকারের সমন্বয়ক ড. তৌফিক- ই ইলাহী চৌধুরী বলেন, "বাংলাদেশ থেকে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা একসাথে বসে সিদ্ধান্ত নেন যে আমরা সরকার গঠন করব। ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রেক্ষিতে। তখন বাংলাদেশের সব এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ঢুকে পড়েছে। মেহেরপুরেও কাছাকাছি চলে এসেছিল। তবে এই আম বাগান সীমান্তে হওয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর আসা কঠিন ছিল। তারা যদি বিমানে আক্রমণ করতে চায় তাহলে ভারতের আকাশ সীমা অতিক্রম করতে হবে। সে জন্য সীমান্তের পাশে বাংলাদেশের মাটিতে মুজিবনগর সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।" 

মুজিবনগর সরকারকে অস্থায়ী সরকার বলতে রাজি নন মুজিব নগর সরকারের সমন্বয়ক ড. তৌফিক- ই ইলাহী চৌধুরী। 

তিনি বলেন, "ওটা কোনো অস্থায়ী সরকার ছিল না, এটা প্রথম স্থায়ী স্বাধীন সরকার ছিল।"

সরকার গঠনের পর মুক্তিবাহিনী আগের চেয়ে উৎসাহ নিয়ে রনাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের ভালোবাসায় চুড়ান্ত বিজয়ে জাতি পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি