ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

খুলনায় ট্রেন দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ১৫ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৩৬, ১৫ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনাটি তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার প্রায় পাঁচ ঘন্টা পর রাত ১টা থেকে সারাদেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ট্রেন দুর্ঘটনার নেপথ্যের কারণ জানা গেলো মোবাইলে ধারণকৃত একটি ভিডিওর মাধ্যমে।

সোমবার (১৪ জুলাই) রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আফিল গেটে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ওই রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেললাইনের ওপর উঠেই হঠাৎ বন্ধ হয়ে যায়। এসময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি ছিটকে পড়ে। 

এতে ট্রেনের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মো. শহিদুল ইসলাম খান (৬৫) নামের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হন।

খুলনার স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাত থেকেই তদন্ত ও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

তিনি আরও বলেন, রাত ১২টা নাগাদ দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়া হতে পারে। তবে দুর্ঘটনার পর থেকে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, উক্ত ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫/৩০ জন। যাদেরকে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শুধুমাত্র খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আটজনের নাম-ঠিকানা জানা গেছে।

তারা হলেন- যশোরের অভয়নগর থানার নওয়াপাড়ার সুমনের ছেলে সাদমান (৬), যশোর সদর থানাধীন সেখহাটির হাফিজুরের ছেলে মারুফ (১৭), খুলনার বটিয়াঘাটা থানার হাটবাটির মোশারফের ছেলে মিন্টু (৪৫), খুলনার আড়ংঘাটা থানার গাইকুড়ের মৃত শেখ রুস্তম আলীর ছেলে শেখ সাইদুল আজম (৫০), খুলনার খালিশপুরের বাস্তুহারা এলাকার আব্দুর রহিমের ছেলে সোহেল (৩৪), খুলনার রূপসা থানার কাজদিয়ার আশিষের মেয়ে লাবণ্য (১৫), খুলনার দৌলতপুরের রনজিত পালের ছেলে বিপ্লব (২৬) এবং যশোরের বসুন্দিয়ার ইয়াকুব মোল্লার ছেলে মাহমুদ হোসেন (৪০)।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি