ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সম্প্রীতি বাংলাদেশের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২ এপ্রিল ২০২২ | আপডেট: ১৯:০৪, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

‘সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে সাংগঠনিক সভা করেছে সম্প্রীতি বাংলাদেশ।

মঙ্গলবার রাত ৮ থেকে শুরু হওয়া সভা চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। সভায় প্রধান অতিথি ছিলেন- সম্প্রীতি বাংলাদেশ-এর আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, যুগ্ম আহবায়ক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, ইউজিসির সাবেক চেয়ারম্যান ও সম্প্রীতি বাংলাদেশ এর উপদেষ্টা প্রফেসর আব্দুল মান্নান, সম্প্রীতি বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. বিমান বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. অসিম সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, মিরপুর ব্যাপ্টিস্ট চার্চের প্রধান পুরোহিত রেভারেন্ট মার্টিন অধিকারী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জাকির হোসেন, চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. নাসিম আকতার, ডুয়েট শিক্ষক অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী, প্রবাসী ব্যাংকার নিরঞ্জন রায়, সমাজকর্মী হেলাল উদ্দিন ,সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, কলামিস্ট তাপস হালদার, গণমাধ্যমকর্মী বিপ্লব পাল, নির্মাতা সাইফ আহমেদ প্রমুখ।

সভায় সংগঠনটির আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরির ষড়যন্ত্র হতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষ যাতে ষড়যন্ত্রকারীদের গুজবে কান না দেয় এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে।”

সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, “নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটে। সাম্প্রদায়িক অপশক্তি দেশে অস্থিরতা তৈরি করতে প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা আর না হয়, সে ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখার জন্য একটি সেল গঠনের সিদ্ধান্ত হয় বলেও জানান সংগঠনটির সদস্য সচিব।”

এসময় বক্তরা দেশে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য সংগঠনের কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দেন। ‘সম্প্রীতি বাংলাদেশ’র কার্যক্রম প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সকল জেলা পর্যায়ে কমিটি গঠনের গুরুত্বারোপ করেন তারা। এছাড়া সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশ করার বিষয়ে আলোচনা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি