ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শ্রদ্ধা ও ভালোবাসায় আবৃত্তিশিল্পী হাসান আরিফকে শেষ বিদায় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফকে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে বিশিষ্টজনেরা বলেন, কণ্ঠযোদ্ধা আরিফ, অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। 

আবৃত্তি শিল্পের অনন্য রূপকার হাসান আরিফ। যিনি নি:স্বার্থে দেশকে ভালোবেসে গেছেন। সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই কন্ঠযোদ্ধা। 

সাংস্কৃতিক জাগরণের পতাকা বহনকারী দেশ বরেণ্য এই আবৃত্তিশিল্পী শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করেন। শনিবার সকাল ১১ টায় শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় তার মরদেহ। 

কফিনে শুয়ে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন এই কণ্ঠযোদ্ধা। ফুল হাতে শ্রদ্ধা জানান, শিক্ষক-শিক্ষার্থী, কবি, সাহিত্যক, নাট্যজন, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ।

তিনি তার কণ্ঠের জাদু দিয়ে সারাদেশে সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন। তার চলে যাওয়া জাতির জন্য অপূরনীয় ক্ষতি বলছেন বিশিষ্টজনেরা।

যে পতাকার মান রক্ষায় জীবনের শেষদিন পর্যন্ত সাংস্কৃতিক লড়াই করে গেছেন হাসান আরিফ। শ্রদ্ধা জানানো শেষে সেই পতাকায় শোভিত যাত্রায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। তার ইচ্ছানুযায়ী মরদেহ দান করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। 

পৃথিবী থেকে অনন্তের যাত্রী হলেন হাসান আরিফ। তবে এই যাত্রায়ও নিজের শেষ টুকু দিয়ে গেলেন দেশের তরে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি