ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বঙ্গমাতার সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৮ আগস্ট ২০২২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতাদের নিয়ে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, আব্দুর রহমান, খায়রুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ।

এসময়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিটি সংকটে সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে শক্তি ও সাহস এবং প্রেরণা যুগিয়েছেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজপথে এসে মোকাবিলা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগুন নিয়ে খেললে বিএনপির পরিনাম ভয়াবহ হবে।

এরপর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি