শেখ হাসিনার জন্য মমতার রাখি উৎসবের উপহার
প্রকাশিত : ১৭:৪৫, ১০ আগস্ট ২০২২

রাখি-বন্ধন উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বুধবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় ভারতের উত্তর ২৪ পরগনা বঁনগা পৌরসভার মেয়র গোপাল শেঠ বেনাপোল সীমান্তের শূন্য রেখায় উপহারের দুটি বাক্স তুলে দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হাতে।
এ সময় রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ আফিল উদ্দিন বলেন, “রাখি বন্ধন উৎসবে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি আমরাও ভারত থেকে আসা প্রতিনিধিদের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে মিষ্টি, রাখি এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের দুটি ছবি পাঠানো হয়েছে।”
এএইচএস
আরও পড়ুন