কর্মস্থল থেকে চির বিদায় নিলেন লে. কর্নেল ইসমাইল
প্রকাশিত : ১৩:২১, ১১ আগস্ট ২০২২ | আপডেট: ১৩:২৬, ১১ আগস্ট ২০২২

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের দ্বিতীয় জানাজা র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) র্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নিহত ইসমাইলের পরিবারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও র্যাব সদস্যরা।
এর আগে সকালে কর্নেল ইসমাইলের মরদেহ র্যাব সদর দপ্তরে আনা হয়। মরদেহটি র্যাব সদস্যদের স্মৃতিতে নির্মিত ‘প্রেরণা ধারায়’ রাখা হয়। সেখানে আইজিপি ও র্যাব ডিজি, ঊর্ধ্বতন কর্মকর্তারা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।
উল্লেখ্য, বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটে লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মরদেহ দেশে আনা হয়। র্যাব প্রধান মরদেহ বুঝে নেন। ওইদিন রাতে তার নিজ এলাকা রাজধানীর কালশীর বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এসএ/
আরও পড়ুন