ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

দেশে দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই: কৃষিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১১ অক্টোবর ২০২২ | আপডেট: ২০:৪৫, ১১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কৃষিমন্ত্রী ড. আব্দুল রাজ্জাক বলেছেন, দেশে ১৮ লাখ টন ধান, চাল ও গম মজুদ আছে। দুর্ভিক্ষের কোনো শঙ্কা নেই। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমনের ফলন হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, সারা পৃথিবীতে সমস্যা, আমরা আলাদা নই। দেশে চাল মজুদ আছে প্রায় ১৬ লাখ টন। ধান ৩৭ হাজার টন ও গম ১ লাখ ৬৯ টন। যা ১০ থেকে ১২ লাখ টন থাকা উচিত। কার্তিক-আশ্বিন মাসে ১৮ লাখ টন খুব ভালো মজুদ। তাই নিশ্চয়তা দিতে পারি যে, দেশে দুর্ভিক্ষের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ শঙ্কায় আছে। মানুষ উদ্বিগ্ন, একটা ব্যাপক মন্দা হতে পারে। খাদ্য সংকটও দেখা দিতে পারে। নাগরিকদের আমরা সচেতন করছি।

কৃষিমন্ত্রী বলেন, সারের যে ঘাটতির কথা বলা হচ্ছে আসলে এটা ঘাটতি নয়। আমাদের পর্যাপ্ত মজুদ আছে। সার নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত কিনেছেন। সারের কোনো সমস্যা হবে না।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি