ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫

এ্যান্টিবায়োটিকের ব্যবহার ঝুঁকি বাড়াছে পোল্ট্রি শিল্পে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ২৫ অক্টোবর ২০২২ | আপডেট: ২২:০৫, ২৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ব্যবস্থাপত্র ছাড়া এ্যান্টি-বায়োটিকের যথেচ্ছ ব্যবহারে ঝুঁকি বাড়াচ্ছে পোল্ট্রি শিল্পে। এতে সৃষ্ট এ্যান্ট্রি মাইক্রোবিয়াল রেসিস্টেন্সের প্রভাব সরাসরি মানব দেহ ও পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। এই নীরব মহামারী  প্রতিরোধে সবার সমন্বিত চেষ্টার পরামর্শ বিশেষজ্ঞদের। ‘ওয়ান হেল্থ পোল্ট্রি হাব’ এর তিন দিন ব্যপি সেমিনারের প্রথম দিনে এসব বিষেয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠিত খামারীরা ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে কম পুজিতে তৈরী হচ্ছে, উদ্যেক্তা। প্রতিযোগিতার বাজারে-বাণিজ্যিক সফলতা পেতে কৌশলের অভাব নেই। 

অনেকেই আবার বিভিন্ন ধরণের ঔষুধের শরানাপন্ন হন। এর একটি হলো এন্টিবায়োটিক । যদিও উৎপাদন বাড়ানে এর কোন হাত নেই। 

এই বাস্তবতা শুধু বাংলাদেশে নয়, এই সমস্যা তৃতীয় বিশ্বের বেশিরভাগ দেশের। প্রাণি, মানুষ ও পরিবেশ সবাই ক্ষতির মুখোমুখি এই এন্টি মাইক্রোবিয়াল রেসিস্টেন্সের কু-প্রভাবে।

বিশ্বায়নের যুগে ওয়ান হেল্থ সব মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। এর কোথাও আক্রান্ত হলে অন্য প্রান্তের মানুষের উপর এর প্রভাব এসে পরে। তাই, সবার অংশীদারিত্বে এই সংকটকে মোকাবেলার এখনই সময় বলে মনে করছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ।

একেবারে উৎপাদন পর্যায় থেকে শুরু করে, ভোক্তা পর্যন্ত সর্তকতার কোন বিকল্প নেই। সব ধরণের এ্যান্টি বায়োটিকের ব্যবহার বন্ধ করার পরামর্শ এসেছে সেমিনারে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি