ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

চীনের সঙ্গে সুসম্পর্ক রাখলে লাভ হবে দেশের: পররাষ্ট্র উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ১৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, যে সরকারই আসুক না কেন চীনের সঙ্গে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক থাকবে। তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরবর্তী প্রজন্ম বেনিফিটেড (লাভবান) হবে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারতে বসে প্রাক্তন প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বিবৃতি দিলে তা দুদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। বিষয়টি ভারতের রাষ্ট্রদূতকে জানিয়েছি যে, এটি অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর না।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি