ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশনা হাসিনার, অডিও ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৮ মার্চ ২০২৫ | আপডেট: ০৯:৫৫, ৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি। দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। 

শেষ পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখতে আন্দোলনকারীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি গুলি করার নিদের্শনাও দেন তিনি। এমনই একটি অভিও কল রেকর্ড ফাঁস হয়েছে।

যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা’।

ফাঁস হওয়া এই অডিওতে শোনা যায়, গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা।

‘এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন। আর হেলিকপ্টার থেকে গুলি করবেন।’ 

বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন হাসিনাকে বলছিলেন, ‘ছবি দেখে পাকরাও করা যায় না সবাইকে রাতের মধ্যে? জবাবে হাসিনা বলেছিলেন, সবগুলিকে আ্যরেস্ট করতে বলছি রাতেই। র‍্যাব-ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে। আর যেখানে গ্যাদারিং হবে সেখানেই হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছি। অলরেডি কয়েক জায়গায় করেছেও।’ 

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে, হাসিনা বলেন ওখানে র‍্যাবকে পাঠায় দিক। গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, আপনার নির্দেশনা লাগবে। জবাবে হাসিনা বলেন, ‘ওপেন নির্দেশনা দেয়া আছে, এখন লেথাল উইপেন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবেন। যেখানে পাবেন সেখানেই গুলি করবেন।’

সম্প্রতি ফাঁস হওয়া অডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি