ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

পরিদর্শক পদে পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ এসআই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২৭৩ জন উপ-পরিদর্শককে (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাইয়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতির অনুমোদন দিয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিরস্ত্র, সশস্ত্র ও ট্রাফিক শাখার কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৮ জন নিরস্ত্র উপ-পরিদর্শক, ৯৭ জন সশস্ত্র উপ-পরিদর্শক এবং ২৮ জন সিটি ও ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

জনস্বার্থে জারি করা এ পদোন্নতির আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি