ঢাকা, বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের সাথে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ৩১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সহমর্মিতা জানাতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় তিনি বাংলাদেশের এই  দেশনেত্রীর জীবন ও সংগ্রামকে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডি‌সেম্বর) সকাল ১০টা ৪৫ মি‌নি‌টে ঢাকায় এসে পৌঁছান তিনি।

এদিকে দেশবাসীর প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখা আর জানাজায় অংশ নেওয়ার ব্যাকুলতা নিয়ে ঢাকায় এসেছেন সর্বস্তরের লাখো মানুষ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে জানাজায় অংশ নিতে এই মুহূর্তে অপেক্ষায় আছেন লাখ লাখ মুসল্লি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি